Banner
ইকবাল মাহমুদের তিনটি কবিতা

লিখেছেনঃ ইকবাল মাহমুদ, আপডেটঃ April 15, 2009, 12:00 AM, Hits: 743


ছেলেবেলা

সবুজ আমার টেনে ধরে হাত ­ বিস্তৃত দিগন্ত চারপাশ
ফুল, পাখি, মাঠ, নদী, জল, শিশু, যে ছিলো­
যে আছে­সে থাক; আমি যেন বার বার­
ফিরে ফিরে পাই ­ সেই সব শিশু-শিশিরের নগ্ন নি:শ্বাস।

যেখানে জলের মধ্যে আছে জীবন ­ জীবনের অম্লান সাধ
মিটেও মেটে না তৃষ্ণা, ঘুরে ফিরে ­ ফিরে ফিরে আসা
সেই জীবনের কাছে; আমি কি চাতক তবে­
জীবন ফুরায়ে জীবনেরে যে ভালাবাসে অগাধ।


বর্ণমালা–­১

ঐ যে পাতাগুলো আকাশে উড়াউড়ি করছে
সে আমার দেশের পতাকা
ঐ যে পাখিরা; যারা কথা বলে শিশুর কন্ঠে
সে আমার প্রথম পাঠ­

অ–আ–ক–খ বর্ণমালা।

হে আমার দু:খিনী জন্মভূমি
তুমি দাঁড়িয়ে আছো সুউচ্চ শহীদ মিনার
সকলের জন্যে গরীয়ান এক প্রত্যয়...
যদি আর একবার পতন হয় তোমার
তবে এবার আমি ঠিকই কাঁধে তুলে নেব রাইফেল

কার এত দু:সাহস!
যে খামছে ধরে জাতির পতাকা।


রাষ্ট্রশাসন

বই আর খাতা হাতে
হলদে আলোয় গ্রন্থাগার ফেরত
বালিকা।

সড়কে সড়কে টহলদার
খাকি পোষাকী পুলিশ। টেরিয়ে টেরিয়ে
তাকায়­

নারীর শরীরী লোভ দেহ
পুলিশের পশু তৃষ্ণা ।



সকালে সংবাদপত্রের শিরোনাম
রহস্যজনক মৃত্যু­
পুলিশি তল্লাশ...

এ কেমন রাষ্ট্রশাসন ?

অনলাইন : ১৫ এপ্রিল, ২০০৯
 

সাম্প্রতিক পোষ্টসমূহ