লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ January 12, 2025, 12:00 AM, Hits: 27
তোমার ভানুমতী
আমার সকল ক্ষতি।
আমার ভাঙা বুক
তোমার বুক ভাঙাতেই সুখ।
তোমার মিছে ভালোবাসা
আমার চোখের জলে ভাসা।
তোমার মিথ্যে প্রেমের বুলি
আমার বুকে বিমূঢ় শূলি।
তোমার আমায় ফেলে যাওয়া
আমার দিবারাত্রি তোমার পথ চাওয়া।
তুমি ভাঙো বন্ধন
আমার অরণ্যে ক্রন্দন।
তুমি ভাঙো বুকের নীড়
আমার চোখে অথৈ নীর।
তোমার প্রেমের ছল
আমি ছলচ্ছল।
তুমি রাখো নি তো অঙ্গীকার,
তোমায় জিততে দিয়ে
আমি মানি হার।
হৃদয় আমার তোমার কাছে,
আমার যে আর নাই!
তুমি পাষাণ তাতেই দিলে ছাই!
কপট তোমার ভালোবাসা
তবুও আমার
তোমারে ফিরে পাবার অনিবার দুরাশা,
তবুও তোমার তরে অন্তহীন পিপাসা।