Banner
দুইটি কবিতা — আখতারুজ্জামান আজাদ

লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ April 3, 2023, 12:00 AM, Hits: 793

অমানুষ

আমি নিশ্চল ভাস্কর্য হয়ে
দেখি স্থবির কীর্তিনাশা জলাশয়!
দেখি নিষ্প্রদীপ নিষ্প্রাণ কোলাহল
কপটতার অন্ধত্ব দেখি অন্য চোখে
প্রজ্জ্বলিত বিবেকের আঙ্গিনায় দেখি
গলিত মনুষ্যত্বের গলাবাজি!
দেখি হঠকারিতায় খসে পড়া মুখোশের
দাম্ভিক হতবিহ্বল দৈন্যদশা,
দেখি অপলক অপরাধের স্খলিত আধিপত্য
দেখি ক্লান্তিহীন বিভ্রান্তিতে বিস্তর বৈসাদৃশ্য  
অমানুষের থেঁতলে যাওয়া বীভৎস মগজে
দেখি মানুষের আদলে উইপোকার অসভ্য ধ্বংসযজ্ঞ!
দেখি নিজেকে ছাড়িয়ে যায় নিজের পৈশাচিকতা,
নির্লজ্জ বেহায়াপনার প্রতিদ্বন্দ্বিতায় ওরা ভুলে যায়
ওদের আদিঅন্ত অন্তর্যামীর অদৃশ্য
রূপকথার ভীতি ও লোভের কথা!
ওরা মানুষের মতো অমানুষ যতো!

 

কারসাজি

নির্ভুল নয়, অথচ  
অসাধারণ নিপুণ নিখুঁত
নির্জলা অসত্যের নির্মম ব্যতিচারে
তোমার স্বাচ্ছন্দ্য যাপিত জীবন,
কৌশলী দক্ষতায় নান্দনিক অভিনয়ে
পরাস্ত তোমার চারপাশ
আলোর অন্ধকারে দর্শকের নাভিশ্বাস স্নায়ুযুদ্ধে
অপূর্ব ভেলকিবাজির মঞ্চে তুমি মৃত্যুঞ্জয়ী যাদুকর
সভ্য অসভ্যতায় তুমি অতুলনীয় চমৎকার
নমস্য তুমি, নরাধম তোমার পৈশাচিকতায়!

 

সাম্প্রতিক পোষ্টসমূহ