লিখেছেনঃ তামান্না ঝুমু , আপডেটঃ January 26, 2025, 12:00 AM, Hits: 179
মহাসাগরের ওপার হতে
অতি অকস্মাৎ একদিন
চোখে মুখে কণ্ঠে সাগরের মতো বিপুল গভীরতায়
বললে, ভালোবাসি।
খুশিতে খলবল করে উঠল সাগর,
নেচে উঠল জলধি,
গেয়ে উঠল মেঘ আর বাতাস।
অভিভূত বিমূঢ় হলো আমার তনুমন।
ভাষা হারিয়ে গেলো মুখের
চোখ হলো ছলছল।
বললে—আজ নিলাম তোমার হাত
আমার হাতে,
ছাড়বো না কোনোদিন জীবনে আর।
ঘুমায়ে রবে আমার বাহুতে তুমি
আমি নির্ঘুম অপলক তাকায়ে রবো
ঘুমন্ত তোমার মুখপানে
হাজার হাজার রাত।
বললে— হৃদয় আর নিজেরে দিয়ে দিলাম তোমায়,
আপাদমস্তক আমি তোমারই তোমার,
জনম জনম জনম ভালোবাসবো শুধু তোমায়,
শুধু তোমারেই ভালোবাসিতে যেন
আমি বারে বার জন্মাই।
জোছনা আরো অপরূপ হলো
বেলি ফুলের সুবাস আরো বেড়ে গেলো
পাখিদের গান আরো মধুর হলো
নক্ষত্রেরা আরো চঞ্চল হলো
ঘাসেরা আরো সবুজ হলো
মধুযামিনী সুমধুর হলো
আমার ব্যাকুল হৃদয় আরো ব্যাকুল হলো
অধর হলো অস্থির
অস্তরাগের আভায় ভরে গেলো কপোল।
সেই মহাসাগরের ওপার হতেই
আরেকদিন বললে—বিদায়!
সাগরেরা হাহাকার করে উঠলো
ঢেউয়েরা কেঁদে উঠলো
নক্ষত্রেরা স্থির হয়ে গেলো
জোছনা মলিন হয়ে গেলো
আমার হৃদয়ের দুকূল ভেঙে গেলো।
আমার গতকাল, বর্তমান কাল, আগামীকাল
জগতের মহাকাল সব কাল একীভূত হয়ে
কেবল একটি কালে রূপায়িত হলো—
মহাকাল—মানে মহামৃত্যু!