Banner
চাঁদটা নাওয়ের উপর -- সরসিজ আলীম (কবিতা)

লিখেছেনঃ সরসিজ আলীম, আপডেটঃ May 26, 2010, 12:00 AM, Hits: 507


 নাওয়ের পর চাঁদটাকে রেখে
টানছিলো হাওয়া
নাওয়ের নাকে বড়শি বেঁধে।
 
এখন মুগ্ধ এক আকাশ
মুগ্ধ সব নদী
মুগ্ধ গাছেদের পাড়া
মুগ্ধ নরের প্রতি নারী।

রাষ্ট্রের দেয়া দেহ ব্যবসার
ছাড়পত্র ছুঁড়ে ফেলে
ঘরে ঘরে ফিরছে মেয়েরা,
আর বন্ধ হওয়া চটকলের
শ্রমিকেরা তাদের ঘরে ফেরা
মেয়েদের মাথায় হাত রাখছে।
শ্রমিকেরা ফের ফ্যাক্টরীতে
যাওয়া শুর করেছে।

ভিনদেশী লুটেরা বণিক
আমাদের খনিজ সম্পদ
ফেলে পালিয়ে যাচ্ছে।
শ্রমিকেরা প্রতিষ্ঠা করছে
তার নিজস্ব মালিকানা।

 বস্ত্রবালিকারা বাসন্তী রঙের
শাড়ি পরে উৎসব করছে,
বন্ধুদের হাত ধরে পার্কে
যাচ্ছে।

কুঁজো ভিখেরিটা লাল নিশান
হাতে ঋজু  হয়ে বুক টান করে
ঘরে ফিরছে।
রাজপথ কাঁপানো মিছিল দেখে
দেয়ালের পোস্টার থেকে
হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে
মাও জে দং।
পড়শি দেশটির বিপ্লবী বন্ধুরা
রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াই
চালিয়ে যাচ্ছে।

বাঁশবাগানের মাথার উপর চাঁদ,
চাঁদটা নামিয়ে নিলাম
নাওয়ের উপর
নদীর জলে ভাসিয়ে দিলাম,
ভাসিয়ে দিও, ভাসিয়ে নিও।

 
১২, ০৪, ২০১০,  ঢাকা।

অনলাইন : ২৬ মে, ২০১০ 

সাম্প্রতিক পোষ্টসমূহ