Banner
মৃত্যুর পর – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ November 5, 2010, 12:00 AM, Hits: 1943



মৃত্যুর পর ফিরে যাব প্রকৃতিতে
আসলে বিলীন হব পঞ্চভূতে,
যেইখান হতে আসা আমাদের সকলের
সেইখানে পুনরায় মিশে যাব।
তবু এইসব আবেগ, অনুভব
কিছু কি রবে না কিছু দিন
কিছু কিছু মানুষের মনে?
যদিও মন সেটা চায়
তবু তাতে লাভ­ক্ষতি কী আছে আমার
আমার মৃত্যুর পর?
থাকে কি কিছু তার
যে হবে অতীত সবার?
এক দিন সেটাও ফুরাবে,
কেউ আর রাখবে না মনে
সময়ের নিয়মে সকলই হারাবে।
আমি যে আছি এই বোধটুকু
তবু মনের গভীরে কাজ করে
তাকে রেখে যেতে চায়
চিরস্থায়ী করে।
হায় ! প্রকৃতির কাছে মূল্য নাই তার
যার কাছে এক দিন ফিরে যেতে হবে।
তবু কি রবে না প্রকৃতিতে কিছু গভীর ছাপ
যা বয়ে যায় বংশ অথবা কর্মধারায়
অনন্ত কাল ধরে আমাদেরও পরে?
সৃষ্টির মাঝে এই অধিকারটুকু রেখে যেতে পারা
তাও কম কী? মৃত্যুর পর এই অমরত্ব পাওয়া যেতে পারে।

 ২৮ জুলাই ২০০৪
১৩ শ্রাবণ ১৪১১
বুধবার, ঢাকা
 

সাম্প্রতিক পোষ্টসমূহ