Banner
গাভী — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ November 13, 2022, 12:00 AM, Hits: 321

 

আমাদের  সংসারে
সন্তানবতী হও তুমি বারেবারে।
বারেবারে তুমি হও জননী।
তোমার সন্তানেরা ভূমিষ্ঠ হয়,
বারেবারে দুগ্ধবতী হও তুমি।

তোমার ডালিয়া ফুলের মতো সুন্দর স্তন হ’তে
শিউলী ফুলের মতো সাদা
দুধের ধারা নেমে আসে ধরনীতে;
চাঁদ হ’তে যেমন জোছনা ঝরে
পৃথিবীর বুকে।

তোমার দুগ্ধ তোমার নিজের সন্তানের যতোটা না কাজে লাগে
তার চেয়ে ঢের বেশি কাজে লাগে আমাদের।
তোমার সন্তানেরা তোমার যতোটা না কাজে লাগে
তার চেয়ে ঢের বেশি কাজে লাগে আমাদের।
তোমার স্তনের সমস্ত দুগ্ধ
তোমার সন্তানকে খেতে না দিয়ে
নিঃশেষ ক’রে শুষে নিই আমরা।
 নিঃসহায় জননী তুমি
দীঘির জলের মতো কালো চোখে
পৃথিবীর সমস্ত অসহায়ত্ব সহায় ক’রে নিয়ে
তাকিয়ে থাকো আমাদের নিঠুরতার পানে।

ভাঙা টিনের বালতি কিংবা গামলাতে
 আমরা তোমায় খেতে দিই
খড়-কুটো-ফ্যান।
কখনো বা তোমার গায়ে একটু হাত বুলিয়ে দিই।
তাতেই তোমার কাজলটানা চোখ  অপার কৃতজ্ঞতায়
ছলছলিয়ে ওঠে;
যেন শৈবালের কাছে একফোঁটা শিশির পাবার কৃতজ্ঞতায়
দীঘির চোখ সজল হয়ে ওঠে!
আর তাতেই এই শৈবাল-আমাদের শির
গগনবিদারী উঁচু হয়ে যায়।

আমাদেরকে সন্তান আর দুগ্ধ দিয়ে-দিয়ে
যখন তুমি  বৃদ্ধ আর ক্লান্ত প্রাণ এক,
আমরা তখন তোমার হাড় আর মাংসের দিকে হাত বাড়িয়ে দিই।
তোমার জীবন, যৌবন, জীবনের নির্যাস, সন্তান
সবকিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েও তোমাকে আমরা ছাড়ি না।
আমাদের নাম মনুষ্য প্রজাতি!

 

সাম্প্রতিক পোষ্টসমূহ