Banner
কাল হয়ত থাকবে না — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু , আপডেটঃ December 15, 2022, 12:00 AM, Hits: 344


বন্ধু,
এখনো তোমার কণ্ঠ আছে,
কাল হয়ত থাকবে না।
তাই আজই বলো, ভালোবাসি,
আজই বলো, সাথে আছি;
তোমার প্রিয়জনদের।
আজই গাও তোমার প্রিয় কোনো গান।

এখনো তোমার হাতগুলো সচল আছে,
হয়ত কাল থাকবে না।
তাই আজই তোমার স্নেহের হাতটি রাখো
কারো মাথায় বা পিঠে।
আজই সৃষ্টি করো কোনো শিল্প,
ছুঁয়ে দেখো শিশিরের স্নিগ্ধতা,
ধ’রে থাকো প্রিয়ের হাতখানি।

এখনো তোমার পাগুলো সচল আছে,
থাকবে না হয়ত কাল।
তাই হাঁটো আজই পৃথিবীর পথে,
হাঁটো তোমার প্রিয় কোনো স্থানে,
নাচো জীবনের আনন্দে,
আজই তোমার পদচিহ্ন রাখো পৃথিবীর বুকে।

এখনো তোমার দৃষ্টি আছে,
কাল হয়ত থাকবে না।
তাই আজই দেখে নাও
ফুলের হাসি, ঘাসের শ্যামলতা,
আকাশের বিশালতা আর প্রিয় মুখগুলি।

এখনো তুমি শুনতে পাও,
হয়ত পাবে না কাল।
তাই আজই শুনে নাও
পাখিদের গান, পাতাদের নিশ্বাস,
প্রিয় কোনো সঙ্গীত,
প্রিয় মানুষদের কণ্ঠস্বর।

এখনো তোমার অনুভূতি আছে,
হয়ত থাকবে না কাল।
তাই আজই অনুভব করো
ভালোবাসা আর সৌন্দর্য।

এখনো তোমার নিশ্বাস আছে,
কাল হয়ত থাকবে না।
তাই আজই বুক ভ’রে নিশ্বাস নাও।

সাম্প্রতিক পোষ্টসমূহ