Banner
সূতিকাগারে সঞ্চিত ব্যথা — আখতারুজ্জামান আজাদ (কবিতা)

লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ February 22, 2023, 12:00 AM, Hits: 302

ছেলে-মেয়েরা,
তোমরা যারা আমাকে কাটাছেঁড়া করবে,
তোমাদেরকে আমার একটি অন্তিম ইচ্ছের কথা
বলে যাই,
তখন তো আর বলতে পারবো না
আমার শেষ আকুতি
তাই আজ বলে রাখছি,
দয়া করে আমার হৃদপিণ্ডটাতে ভুলেও হাত দিও না
কষ্ট, বঞ্চনা আর হাহাকারের যে ইতিহাস ওখানে আছে
তোমরা সহ্য করতে পারবে না,
প্লিজ তোমরা আমার হৃদপিণ্ডটা পড়তে যেওনা
তোমরা বিশ্বাস হারিয়ে ফেলবে
তোমরা একা হয়ে যাবে
মনুষ্য সভ্যতার যে দগদগে ক্ষত
সঞ্চিত আছে আমার হৃদপিণ্ডে
তা পৃথিবীর তিনচতুর্থাংশ
ওটাকে বরং ক্লোরোফর্ম  দিয়ে অচেতন করে রেখো
এই সভ্যতার আয়ুষ্কাল পর্যন্ত!
তোমাদের জন্য শুভকামনা থাকলো!

সাম্প্রতিক পোষ্টসমূহ