Banner
অস্তাচল — আখতারুজ্জামান আজাদ (কবিতা)

লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ March 24, 2023, 12:00 AM, Hits: 654

মনে পড়ে তোমার আবির্ভাবের
শৈশব, কৈশোর আর যৌবনের ঘনঘটা
মনে পড়ে তোমার অদম্য আহবানের
অপ্রতিরোধ্য অচঞ্চল দুকূল প্লাবিত
সর্বনাশের মৃত্যুক্ষুধা,
মনে পড়ে ফুঁসে উঠা জনরোষের বাঁধ ভাঙা
প্রতিবাদের মতো তোমার
অপরাজেয় প্রতিরোধের ভাষা,
মনে পড়ে মুখথুবড়ে পড়ে থাকা অসহায় আশাহত
বুকে তোমার প্রসস্ত বুকের বিশ্বস্ত নির্ভুল নির্ভরতা
মনে পড়ে প্রবল বৈশাখেও তোমার স্নিগ্ধ শ্রাবণ,
মনে পড়ে সুনামির মৃত্যুযজ্ঞেও তুমি অবিচল
খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত দেহ মনেও তুমি
খুড়িয়ে খুড়িয়ে হিমালয়সম অমলিন অম্লান
সর্বনাশ মৃত্যু প্রতিহিংসায় বৈরিতার বিভীষিকা
উচ্ছন্নে দিয়েও তুমি তখনও নবাগত যৌবনের মেঘ বালিকা।
কিন্ত হায়,
আজ অধিকারের সবটা অধিকার করেও তুমি
নিশ্চল বার্ধক্যের মতো ধুধু বালুকাবেলায়
আমার প্রাণহীন গৌরবের আত্মকথা!

 

সাম্প্রতিক পোষ্টসমূহ