Banner
বেঁচে থাকবো – জাহিদুজ্জামান (কবিতা)

লিখেছেনঃ জাহিদুজ্জামান, আপডেটঃ September 7, 2009, 6:00 PM, Hits: 6874

বেঁচে থাকবো – জাহিদুজ্জামান (কবিতা)
 
তারপরও আমি বেঁচে থাকবো
মরতে আমি দিবো না আমায়
যদি শরীর পচে যায় মাখবো আতর
ঘুরে বেড়াবো দেশ থেকে দেশান্তরে
পিছন পিছন যদি ঘুরে বেড়ায় শিয়াল,
শকুন, কাক, ঘুরুক
মাংস খাবে তাই তো!
দেবো খেতে খাবলা খাবলা মাংস
ঠনঠনে হাড্ডি নিয়ে বেঁচে থাকবো
মরবো না আমি কিছুতে।
হাড্ডি যদি ধরে ঘুন পোকায়
মোড় থেকে ডেকে নিয়ে আসবো মুকুন্দ মিস্ত্রীকে
দেবো বার্নিশ করে শরীর আমার ঢেকে
আবার পরিপাটি করে সাজবো আমি
নয়ন ভরে দেখবো এই সুন্দর পৃথিবী
আহ্‌ কি সুন্দর পৃথিবী! এই পৃথিবী ছেড়ে কি মরা যায়?
কত পাখি নেচে গেয়ে গান করে ভোরে
কত অদ্ভূত লাগে মোরগের ডাক ­ ডাকে যখন দূরে
নদীতে মাঝি যায় পাল তুলে, কোথা যায় কে জানে
দেখে যায় প্রাণ ভরে।
বাঁশি যখন বাজায় রাখাল মাঠের কোণে শিরীষ গাছের তলে
সুর শুনে মন ছুটে যায় অজানা কোন দেশে
দিগন্ত ভরা সবুজ মাঠ দেখে যায় চোখ জুড়ে।
এমন পৃথিবী ছেড়ে আমি মরি কি করে?
মরবো না আমি কিছুতে
বেঁচে থাকবো যুগ যুগ ধরে
নদী, সাগরের সাথে মিতালী করে।
 
১৯-০৮-০৯
 
অনলাইনঃ ৮ সেপ্টেম্বর, ২০০৯
তারপরও আমি বেঁচে থাকবো
মরতে আমি দিবো না আমায়
যদি শরীর পচে যায় মাখবো আতর
ঘুরে বেড়াবো দেশ থেকে দেশান্তরে
পিছন পিছন যদি ঘুরে বেড়ায় শিয়াল,
শকুন, কাক, ঘুরুক
মাংস খাবে তাই তো!
দেবো খেতে খাবলা খাবলা মাংস
ঠনঠনে হাড্ডি নিয়ে বেঁচে থাকবো
মরবো না আমি কিছুতে।
হাড্ডি যদি ধরে ঘুন পোকায়
মোড় থেকে ডেকে নিয়ে আসবো মুকুন্দ মিস্ত্রীকে
দেবো বার্নিশ করে শরীর আমার ঢেকে
আবার পরিপাটি করে সাজবো আমি
নয়ন ভরে দেখবো এই সুন্দর পৃথিবী
আহ্‌ কি সুন্দর পৃথিবী! এই পৃথিবী ছেড়ে কি মরা যায়?
কত পাখি নেচে গেয়ে গান করে ভোরে
কত অদ্ভূত লাগে মোরগের ডাক ­ ডাকে যখন দূরে
নদীতে মাঝি যায় পাল তুলে, কোথা যায় কে জানে
দেখে যায় প্রাণ ভরে।
বাঁশি যখন বাজায় রাখাল মাঠের কোণে শিরীষ গাছের তলে
সুর শুনে মন ছুটে যায় অজানা কোন দেশে
দিগন্ত ভরা সবুজ মাঠ দেখে যায় চোখ জুড়ে।
এমন পৃথিবী ছেড়ে আমি মরি কি করে?
মরবো না আমি কিছুতে
বেঁচে থাকবো যুগ যুগ ধরে
নদী, সাগরের সাথে মিতালী করে।
 
১৯-০৮-০৯
 
অনলাইনঃ ৮ সেপ্টেম্বর, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ