Banner
পোড়া দেহ – জাহিদুজ্জামান (কবিতা)

লিখেছেনঃ জাহিদুজ্জামান , আপডেটঃ September 2, 2009, 6:00 PM, Hits: 6669

পোড়া দেহ – জাহিদুজ্জামান (কবিতা)
 
প্রতিদিন মনে হয় আজকের দুঃখ কালকের চেয়ে বড়
কাগজ-কলম নিয়ে হিসেব করতে বসি
দুঃখ আরো বেড়ে যায়,
তার ভিতরে যেন প্রাণ পায়।
আমাকে অক্টোপাসের মতো
চারিদিক দিয়ে বেঁধে ফেলে
কণ্ঠ রুদ্ধ হয়ে আসে,
পরিচিত পৃথিবীটাকে মনে হয় ভিন্ন কোনো গ্রহ
চারিদিকে ধু ধু মরু –
গনগনে কড়াইয়ের উপর বসে আছি আমি একা
আমি কড়াই ছেড়ে লাফাই মুক্তির আশায়
উপচে পড়া আগুন ঘিরে ধরে আমার চারপাশ
আমি আগুনের ভিতরে হামাগুড়ি দিই।
 
পুড়ে যায় আমার হাত
পুড়ে যায় আমার পা
পুড়ে যায় আমার দেহ
পোড়া গন্ধ শরীরে জড়িয়ে বাঁচি
প্রতিদিন প্রতিরাত
আঃ বাঁচার কি স্বাদ!
 
১৩-০৮-০৯
 
অনলাইনঃ ৩ সেপ্টেম্বর, ২০০৯
 
প্রতিদিন মনে হয় আজকের দুঃখ কালকের চেয়ে বড়
কাগজ-কলম নিয়ে হিসেব করতে বসি
দুঃখ আরো বেড়ে যায়,
তার ভিতরে যেন প্রাণ পায়।
আমাকে অক্টোপাসের মতো
চারিদিক দিয়ে বেঁধে ফেলে
কণ্ঠ রুদ্ধ হয়ে আসে,
পরিচিত পৃথিবীটাকে মনে হয় ভিন্ন কোনো গ্রহ
চারিদিকে ধু ধু মরু –
গনগনে কড়াইয়ের উপর বসে আছি আমি একা
আমি কড়াই ছেড়ে লাফাই মুক্তির আশায়
উপচে পড়া আগুন ঘিরে ধরে আমার চারপাশ
আমি আগুনের ভিতরে হামাগুড়ি দিই।
 
পুড়ে যায় আমার হাত
পুড়ে যায় আমার পা
পুড়ে যায় আমার দেহ
পোড়া গন্ধ শরীরে জড়িয়ে বাঁচি
প্রতিদিন প্রতিরাত
আঃ বাঁচার কি স্বাদ!
 
১৩-০৮-০৯
 
অনলাইনঃ ৩ সেপ্টেম্বর, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ