Banner
বিভ্রান্ত – আবুল হাসনাত (কবিতা)

লিখেছেনঃ আবুল হাসনাত, আপডেটঃ August 15, 2009, 6:00 PM, Hits: 5458

বিভ্রান্ত – আবুল হাসনাত (কবিতা)
 
 
বড় বিভ্রান্ত আমি এখন
তাই বড় ভয়ে থাকি
কখন যে বাস্তব মনে করে
অবাস্তবের সীমানায়
তোমাকে ছঁুতে চেয়ে পা ফসকে পড়ি
গহীন ঘূর্ণিপাকে অথবা
কাঁকর বিছানো পথে।
সময় বয়ে যায় অথচ তুমি
কথা রাখো না, কাছে আস না।
তবু তোমাকে দেখি
আমার কাছটিতে প্রায় দিন।
সেসব স্বপ্ন অথবা কল্পনা
কিংবা বাস্তব ঠিক বুঝতে পারি না।
তুমি মৃদু হাসো, অথবা বিষণ্ন চোখে
কি যে দেখো আমার ভিতরে,
আঙ্গুলে কিছু ছোঁয়া
যখন রোমাঞ্চ আনে মনে
তখনই কঠোর দৃষ্টির আগুনে পোড়াও
যত ফোটা ফুল।
তোমাকে দেখি না কাছে
তুমি আস না
হেসে কথা বল না।
ঠিক বুঝি না স্বপ্ন অথবা কল্পনা
কোনখানে তোমার সাথে
আমার কথা বলা শেষ হল না।
বড় বিপাকে আমি এখন
তাই বড় ভয়ে থাকি
কখন কি যে ভুল করি
আর তুমি রাগ ক’রে
যদি কখনো না আস।
 
স্বপ্নে অথবা কল্পনায়
ঠিক কোনখানে তোমাকে দেখি
অথবা কাছটিতে এসে বসো
কথা বলো বলতে পারি না।
অনেক না বলা কথা
কতকাল  জমে থাকে বুকের ভিতর
হয়ত বা কাছে আস
অথবা আস না
মৃদু হেসে অথবা বিষণ্ন মুখে
শোন না সেসব কিছু অথবা শোন
চোখে হাসে আলো
অথবা হঠাৎ সপাং চাবুক
ঠিক বোঝা হল না।
আসলে কি তুমি আস
কিংবা শুধুই ছায়া অন্য কারও
অথবা শুধুই মনের ভুল
তাও ঠিক বোঝা হল না।
 
অনলাইনঃ ১৬ আগস্ট, ২০০৯
 
 
বড় বিভ্রান্ত আমি এখন
তাই বড় ভয়ে থাকি
কখন যে বাস্তব মনে করে
অবাস্তবের সীমানায়
তোমাকে ছুঁতে চেয়ে পা ফসকে পড়ি
গহীন ঘূর্ণিপাকে অথবা
কাঁকর বিছানো পথে।
সময় বয়ে যায় অথচ তুমি
কথা রাখো না, কাছে আস না।
তবু তোমাকে দেখি
আমার কাছটিতে প্রায় দিন।
সেসব স্বপ্ন অথবা কল্পনা
কিংবা বাস্তব ঠিক বুঝতে পারি না।
তুমি মৃদু হাসো, অথবা বিষণ্ন চোখে
কি যে দেখো আমার ভিতরে,
আঙ্গুলে কিছু ছোঁয়া
যখন রোমাঞ্চ আনে মনে
তখনই কঠোর দৃষ্টির আগুনে পোড়াও
যত ফোটা ফুল।
তোমাকে দেখি না কাছে
তুমি আস না
হেসে কথা বল না।
ঠিক বুঝি না স্বপ্ন অথবা কল্পনা
কোনখানে তোমার সাথে
আমার কথা বলা শেষ হল না।
বড় বিপাকে আমি এখন
তাই বড় ভয়ে থাকি
কখন কি যে ভুল করি
আর তুমি রাগ ক’রে
যদি কখনো না আস।
 
স্বপ্নে অথবা কল্পনায়
ঠিক কোনখানে তোমাকে দেখি
অথবা কাছটিতে এসে বসো
কথা বলো বলতে পারি না।
অনেক না বলা কথা
কতকাল  জমে থাকে বুকের ভিতর
হয়ত বা কাছে আস
অথবা আস না
মৃদু হেসে অথবা বিষণ্ন মুখে
শোন না সেসব কিছু অথবা শোন
চোখে হাসে আলো
অথবা হঠাৎ সপাং চাবুক
ঠিক বোঝা হল না।
আসলে কি তুমি আস
কিংবা শুধুই ছায়া অন্য কারও
অথবা শুধুই মনের ভুল
তাও ঠিক বোঝা হল না।
 
অনলাইনঃ ১৬ আগস্ট, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ