Banner
মৃত আত্মা মানুষেরা – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 17, 2009, 6:00 PM, Hits: 2554

মৃত আত্মা মানুষেরা – শামসুজ্জোহা মানিক (কবিতা)
 
 
মৃত আত্মা মানুষেরা পায় না হৃদয়ের সন্ধান
তাই স্বপ্নের সম্ভার জাগে না চোখে,
আবেগ যখনই দেখে মানুষের বুকে,
অস্ফুট আবেগে থর থর বুক জাগায় ভিতরে
প্রবল অসুখ, সঞ্চিত বিষ টেনে তোলে মুহূর্তে
গোপন বক্ষ হতে, সাপের জিভের মতো জিভ বের ক’রে
ছোবলে ছোবলে সবটুকু বিষ ঢেলে দেয়
তারপর নিহত হৃদয়ের যাতনার কথা ভেবে
পরম তৃপ্তির সাথে চোখ বুঁজে
নূতন সাফল্যের অঙ্ক যোগ করে।
 
ভালবাসা হৃদয়ের কোনোখানে নাই
সবটুকু রয়েছে শুধু আপনার তরে,
তাই কথার জাল বোনে অবিরাম
মাঝে মাঝে তাতে ধরা পড়ে
কিছু করে আনাড়ী নারী তাকে প্রেম ভেবে নিয়ে,
দেহ বিনিময় হলে এই প্রেম শেষ হয়
তখন হৃদয় সঙ্গী যাদের তারা কেঁদে চলে যায়।
 
এইভাবে চলে দিন গুজরান
মহৎ বাণীতে শুধু সময়ের অপচয়
নিপুণ বণিকের মতো শুধু সুখ সন্ধান
মানুষের বিশ্বাসে বক্র হাসি হেসে
মুহূর্তে শিকারীর মতো জালে টান দেয়।
জ্যোৎস্না ঝরে পড়া রাতে আসে না কল্পনা
আর কোনো উদাসী রাতের;
সব সুখ খোঁজে নারীর শরীরে তখন
আবেগের কম্পনে জাগে না যে শরীর
সেইখানে ডুবে ডুবে সব সুখ খঁুজে পায়।
তারপর অঘোরে ঘুমায়
ঘুমাবার আগে শুধু একবার ভাবে
কাল পুনরায় নূতন শিকার ধরতে হবে।
 
২৭ ডিসেম্বর, ১৯৯১
 
অনলাইনঃ ১৮ জুন, ২০০৯
 
মৃত আত্মা মানুষেরা পায় না হৃদয়ের সন্ধান
তাই স্বপ্নের সম্ভার জাগে না চোখে,
আবেগ যখনই দেখে মানুষের বুকে,
অস্ফুট আবেগে থর থর বুক জাগায় ভিতরে
প্রবল অসুখ, সঞ্চিত বিষ টেনে তোলে মুহূর্তে
গোপন বক্ষ হতে, সাপের জিভের মতো জিভ বের ক’রে
ছোবলে ছোবলে সবটুকু বিষ ঢেলে দেয়
তারপর নিহত হৃদয়ের যাতনার কথা ভেবে
পরম তৃপ্তির সাথে চোখ বুঁজে
নূতন সাফল্যের অঙ্ক যোগ করে।
 
ভালবাসা হৃদয়ের কোনোখানে নাই
সবটুকু রয়েছে শুধু আপনার তরে,
তাই কথার জাল বোনে অবিরাম
মাঝে মাঝে তাতে ধরা পড়ে
কিছু করে আনাড়ী নারী তাকে প্রেম ভেবে নিয়ে,
দেহ বিনিময় হলে এই প্রেম শেষ হয়
তখন হৃদয় সঙ্গী যাদের তারা কেঁদে চলে যায়।
 
এইভাবে চলে দিন গুজরান
মহৎ বাণীতে শুধু সময়ের অপচয়
নিপুণ বণিকের মতো শুধু সুখ সন্ধান
মানুষের বিশ্বাসে বক্র হাসি হেসে
মুহূর্তে শিকারীর মতো জালে টান দেয়।
জ্যোৎস্না ঝরে পড়া রাতে আসে না কল্পনা
আর কোনো উদাসী রাতের;
সব সুখ খোঁজে নারীর শরীরে তখন
আবেগের কম্পনে জাগে না যে শরীর
সেইখানে ডুবে ডুবে সব সুখ খঁুজে পায়।
তারপর অঘোরে ঘুমায়
ঘুমাবার আগে শুধু একবার ভাবে
কাল পুনরায় নূতন শিকার ধরতে হবে।
 
 
২৭ ডিসেম্বর, ১৯৯১
অনলাইনঃ ১৮ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ