Banner
সময় নতুন ফুল ফোটাবার – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 10, 2009, 6:00 PM, Hits: 9131

সময় নতুন ফুল ফোটাবার ন্ধ– শামসুজ্জোহা মানিক (কবিতা)
 
 
অবশেষে সময় এসেছে এখন পৃথিবীতে
নতুন ফুল ফোটাবার, সব মনোলোভা
সবুজ পাতা তাই উল্লাসে নাচে আজ
বাতাসের ঝংকারে অপরূপ ভঙ্গীমাতে।
আমাদের হৃদয়ে যদিও আছে বিষাদ
বিপুল অপচয় যদিও রেখেছে তার বুকভরা খেদ
তবু তো চোখের মণিতে ঝকঝকে উল্লাস
এখন বন্যার মতো ধুচ্ছে সে সব,
বুকেও নামছে তাই আনন্দের নির্ঝর,
বিষাদের বালুচর ডুবছে স্রোতে,
নাকে পাচ্ছি ঘ্রাণ এখন নতুন ফুলের,
পাখীরা এখনও ফেরে না ঘরে,
কস্তুরী মৃগ এখন সিক্ত তরাইয়ে
আপন গন্ধে হয়ে আছে চঞ্চল,
হিমালয় কী গর্বিত তুষার মুকুট প’রে
সূর্যের কাছ হ’তে নেয় আলোর উপহার।
পুরাতন যুগ শেষ হয়ে গেছে,
এখন এসেছে সময় নতুন ফুল ফোটাবার
আমাদের হৃদয়ের তরুতে। আমাদের শরীরে
এখন তরুণ প্রাণের আহ্লাদ, হৃদয়ে দুর্বার সাধ।
এখন এসেছে সময় নতুন ফুল ফোটাবার।
 
৩ এপ্রিল, ১৯৮০
 
অনলাইনঃ ১১ জুন, ২০০৯
 
অবশেষে সময় এসেছে এখন পৃথিবীতে
নতুন ফুল ফোটাবার, সব মনোলোভা
সবুজ পাতা তাই উল্লাসে নাচে আজ
বাতাসের ঝংকারে অপরূপ ভঙ্গীমাতে।
আমাদের হৃদয়ে যদিও আছে বিষাদ
বিপুল অপচয় যদিও রেখেছে তার বুকভরা খেদ
তবু তো চোখের মণিতে ঝকঝকে উল্লাস
এখন বন্যার মতো ধুচ্ছে সে সব,
বুকেও নামছে তাই আনন্দের নির্ঝর,
বিষাদের বালুচর ডুবছে স্রোতে,
নাকে পাচ্ছি ঘ্রাণ এখন নতুন ফুলের,
পাখীরা এখনও ফেরে না ঘরে,
কস্তুরী মৃগ এখন সিক্ত তরাইয়ে
আপন গন্ধে হয়ে আছে চঞ্চল,
হিমালয় কী গর্বিত তুষার মুকুট প’রে
সূর্যের কাছ হ’তে নেয় আলোর উপহার।
পুরাতন যুগ শেষ হয়ে গেছে,
এখন এসেছে সময় নতুন ফুল ফোটাবার
আমাদের হৃদয়ের তরুতে। আমাদের শরীরে
এখন তরুণ প্রাণের আহ্লাদ, হৃদয়ে দুর্বার সাধ।
এখন এসেছে সময় নতুন ফুল ফোটাবার।
 
৩ এপ্রিল, ১৯৮০
অনলাইনঃ ১১ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ