Banner
এইসব স্বপ্নের মত কিছু বোধ – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ May 15, 2009, 5:38 AM, Hits: 876

কেন যে এইসব স্বপ্নের মত কিছু বোধ

হৃদয়কে করেছিল অধিকার,

কেন যে এল না ভিন্ন কিছু বোধ

ভিন্ন কোন সময়ের

অথবা ভিন্ন কোন সত্তার?

তবে কি কারো নিয়মে পুতুলের মত

আমাদের এইসব খেলা,

খেলা শেষে প্রকৃতির মাঝে ফিরে যাওয়া

একদিন ফুরালে বেলা?

কারো শুরু নাই, কারো নাই শেষ,

কেমন খেলা অবুঝ প্রকৃতির?

আপন নিয়মে চলেছে যে সেও বুঝি

নিয়মের ব্যাপারে অজ্ঞ গভীর?

কি খেলা?

যদি তা- হয় তবে প্রকৃতির নিয়মে

সে খেলা শেষ করে ফিরে যাব।

তবে কার কাছে? প্রকৃতির কাছে?

একদিন তবে কি

প্রকৃতিকেই নিঃশেষে ফিরে আমি পাব?

প্রকৃতির নিয়মে চলে তো যেতেই হবে

তখন তা- হবে যা হয়, হয়েছে সবার,

মাঝখান হতে এইসব বোধ

কিছুদিন হৃদয়কে জ্বালাতন রে

পাবে আনন্দ অপার।

 

২৯ জুলাই, ২০০৪

১৪ শ্রাবণ, ১৪১১

অনলাইনঃ ১৫ মে, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ