Banner
স্বপন – শামসুন নাহার (কবিতা)

লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ April 24, 2009, 5:45 AM, Hits: 464

স্বপনের কত আশা

           জীবনের ভালবাসা,

           কিছুই সে পেল না।

 

স্বপনের স্বপ্ন সাধ

পূরণ আর হল না।

 

অপূর্ণ জীবন তার,

রেখে গেছে স্মৃতি ভার,

রেখে গেছে হায় হায়।

চলে গেছে কোন লোকে?

           জানি না কোন অলকায়।

 

এ কথাটি রেখে গেল,

সে নাই সে নাই।

                                  

 

অনলাইনঃ ২৪ এপ্রিল, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ