Banner
তিন হাঁস – ইকবাল মাহমুদ (কবিতা)

লিখেছেনঃ ইকবাল মাহমুদ, আপডেটঃ November 8, 2008, 6:05 AM, Hits: 922

সারাদিন ভেসে ভেসে হেসে হেসে খেলা করে তিনটি হাঁস

রোদের মতোন নরম পুকুরের এঁটো জলে

তিন হাঁস-একে একে মিশে হয়ে যায় নয়; তারপর-

তিন তিনে নয় গোল হয়পরস্পরকে ঘিরে কথা বলে...

 

মাঠন্ধনদীখালবিলন্ধজল দিন দিন নিতেছে দখল

মানুষের করতল; এইসব ভেবেন্ধপৃথিবীর পথে এসে এই তিন হাঁস

পৃথিবীকে চিনে নেবার বদলেন্ধঘৃণা আর আক্রোশে

পৃথিবীকে করে যায় পরিহাস!

 

০৭.১১.২০০৮

অনলাইনঃ ৮ নভেম্বর, ২০০৮

সাম্প্রতিক পোষ্টসমূহ