Banner
কবি – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ May 25, 2009, 7:02 AM, Hits: 954

ওগো কবি! কেন গাঁথো মালা

কল্পনার শাখা হতে ফুল ছিঁড়ে এনে?

কখনো নিয়ে যাও মন অচেনা আকাশে,

কখনো এমন অচেনা করো চেনা পৃথিবীকে,

যেন বুক হতে জেগে ওঠে গান;

বাতাসের দোলা নেই যেখানে

সেখানেও দখিন হাওয়ার রাত

স্বপ্নীল চোখে নেমে আসে,

জ্যোৎস্নায় ভেজা উপকূল রেখা

উঠে আসে হৃদয়ে।

যখন দেখি না কুয়াশায় ঢাকা রাত,

শুনি না কানে পাপিয়ার ক্রন্দন,

মেঠো পথে দেখি না রাখল বালক

তখনো যে কীভাবে কোথা হতে

সেসব হৃদয়ে আনো!

স্বপ্নের বালিয়াড়িতে নাকি বালিহাঁস নামে

আমি তো দেখি না কিছু,

আমি তো দেখি না পৃথিবীর আর কোনো রূপ

দৃষ্টির বিভ্রম কখনো না হলে।

কবি, তুমি যে কেমন করে সেসব দেখো!

এইভাবে কল্পনা-বাস্তবের

বিরহ-মিলন খেলা চিরকাল খেলো।

 

অনলাইনঃ ২৫ মে, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ