Banner
কক্ষান্তরে – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 4, 2009, 7:30 AM, Hits: 826

উল্কা যেমন ঝরে আকাশের কক্ষ থেকে

অথবা বৃক্ষচ্যুত শেফালি ঝরে মৃত্তিকায়,

তেমনই পতন যার স্বপ্নের কক্ষ থেকে

পৃথিবীর কঠিন ভূমিতে,

ফেরা কি আর হয় তার স্বপ্নের কাছে?

এখন সে পৃথিবীর অধিকারে।

স্বপ্নের অবসানে কিছুই নেই আর কোমল

তার এই কঠিন জীবনে।

শুধু বেদনার সুতীক্ষ্ন স্মৃতি

আর আছে তীব্র দহন, সর্বাঙ্গে, মনে।

ক্লান্ত অপেক্ষা শুধু, আর কিছু নয়;

তবু জীবনের বিস্ময় দুচোখে জাগে।

 

১৬ জানুয়ারী, ১৯৮৮

অনলাইনঃ ৪ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ