Banner
আমি যদি নারী হতাম – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 2, 2009, 7:41 AM, Hits: 1040

হে অনাগত কালের যুবতী!
আমি যদি পুরুষ না হয়ে নারী হতাম
যুবক না হয়ে হতাম যুবতী এক
তবে কি জানতাম আকাশের নীচে মুক্ত পৃথিবী কেমন,
তবে কি পেতাম সময়ের অনন্তে যাযাবর পাখীর মত উধাও জীবন?
হয়ত রইত না অবগুণ্ঠন অথবা ঘরের অবরোধ,
তবু কি জানতাম সবচেয়ে সুদিনেও দূরন্ত দূর আনে কী আকুল আহ্বান?
আমি যদি নারী হতাম তবে সারাদিন রোদের চাদর গায়ে দিয়ে
মাইল মাইল ধুলোর কার্পেটে পা ফেলে পথ চলা কোথায় পেতাম?
কোথায় পেতাম নির্জন অরণ্যে পাখীর কাকলী, প্রেম, ঈর্ষা কাতরতা,
নদী তীরের শান্ত নির্জন, দুপুরের খাঁ খাঁ নিঝঝুম, ঘুঘুর ক্রন্দন,
ধূ ধূ মাঠে উদাস বটের ছায়া, পাড়াগাঁর বধূদের অবাক অবাক মুখ?
আমি যদি নারী হতাম তবে কোথায় পেতাম অই সব কিষাণের ঘরের ঘুম?
অইসব শীতের খড়ের পালায় ঘুম, অইসব মাঠ, গাছতলা, আঘাটার ঘুম?
কোথায় পেতাম অইসব ধানকাটা মাঠে শিশির, নাড়ার খোঁচা, শুকনো শামুক,
অইসব নির্জনে পড়ে থাকা হাটের বিশ্রাম, অইসব শালিখের অবাক কৌতূহল?
 
কোথায় পেতাম তবে অইসব পাহাড়, রূপালী ঝর্ণার জল?
আঁধার হ্রদের পাশে পাহাড়ী যুবকের বাঁশীতে বাজানো গান?
অইসব ঝড়ের আবেগে ভয় পাওয়া অরণ্যের, নদীর ক্রন্দন,
অইসব সমুদ্র, আকাশ, অইসব অগণিত হৃদয় স্পন্দন?
আমি যদি নারী হতাম তবে কোথায় পেতাম অইসব লোকালয়, জনারণ্য, ভীড়,
অইসব স্টেশন, ভাঙ্গা বেঞ্চিতে বসে চটা ওঠা পেয়ালার চায়ের আঘ্রাণ,
জ্যোৎ্নার মদে মাতাল বাতাস, বাঁশ ঝাড়, রেললাইন, মেঠো গ্রাম,
অইসব নদী, হাঁটুজল খাল, ধূ ধূ বালুচর, ক্লান্ত জাহাজ ঘাট,
লঞ্চ, সারেঙের হাঁক-ডাক, নৌকার সোঁদা ঘ্রাণ?
কোথায় পেতাম অইসব পথ ভুল করা, নির্ভয় মাইল মাইল ভ্রমণ?
 
আমি যদি নারী হতাম তবে কোথায় পেতাম এইসব স্পর্ধিত হৃদয়াবেগ,
এইসব দুঃসহ বেদনাবোধ, এইসব অশান্ত আহ্বান, স্মৃতির ক্রন্দন?
হে অনাগত কালের যুবতী বলো আমি যদি রমণী হতাম
তবে শুধু একবার একবারই পাওয়া এ জীবনে এইসব কোথায় পেতাম?
 


মার্চ, ১৯৭৪

অনলাইনঃ ২ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ