Banner
স্বপ্নবীজ -- তাহিয়া পাপড়ি (কবিতা)

লিখেছেনঃ তাহিয়া পাপড়ি (কবিতা), আপডেটঃ September 17, 2011, 5:33 AM, Hits: 5023

টুকরো টুকরো স্বপ্নবীজ

মাটিতে মিশে গেলে

অগাধ ঘুমের ভিতর থেকে

আকাঙ্খাগুল্ম জেগে ওঠে আবার,

জেগে ওঠে স্বপ্নময় পৃথিবীকে দেখার জন্য

পথিকের ক্লান্তির শেষ রেখাটুকু

মুছে দিবে বলে

স্মৃতির উঠোনে শাখা প্রশাখার

ব্যাপক বিস্তারে বেড়ে ওঠে

স্বপ্নের চারাগাছ

পৃথিবীর সব ছায়াময় রূপ

জেগে ওঠে সূর্যালোকে,

পাতার আড়ালে হয়

আরও ছায়াময়

 

বৃষ্টিরা ঢেলে দিলে জল

তারপর নরম মাটিতে

সুখসার বুনে দিলে হয়ে যায়

বটবৃক্ষের মত ছায়াময়

মহান মানুষ

সাম্প্রতিক পোষ্টসমূহ