Banner
চাঁদ ও মোম একসাথে গলে -- চরু হক (কবিতা)

লিখেছেনঃ চরু হক, আপডেটঃ January 2, 2012, 6:39 AM, Hits: 1907

আরো গান জাগে এই ডাহুকী সন্ধ্যায়

আরো ফুল নত হয় ওষ্ঠ পিপাসায়

জীবনের সন্ধ্যা নামে তীরে তীরে জেগেছে প্লাবন

গভীরে ক্ষতের দাগ

পালক খসার শব্দ মিশে যায় হিম কোলাহলে

সভ্যতার কালো জলে উৎসবে মেতেছে রাত

পার্কের বাতাসে......।

সাম্প্রতিক পোষ্টসমূহ