Banner
সিংহ ও ইঁদুর – শামসুন নাহার (গল্পের কবিতায় রূপান্তর)

লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ May 9, 2009, 12:00 AM, Hits: 1119


একটা ছোট ইঁদুর সেটা যত ছোটই হোক
কোন কাজে লাগতে পারে বোঝে না তা লোক।
একদিন সেই ছোট্ট ইঁদুর ছুটতে গিয়ে দূরে,
পড়বি ত পড় পড়ল গিয়ে সিংহ রাজার ঘাড়ে।
সিংহ রাজা খাপ্পা হয়ে ধরল তাকে থাবায়,
ক্ষুদ্র ইঁদুর কেউ না থাকায় কাছে পিঠে সহায়,
হাত দুটি জোড় করে, বলল কাতর স্বরে
“এমন দিনও আসতে পারে প্রভু,
আমার মত ক্ষুদ্র প্রাণী সহায় হবে কভু।”
সিংহ মশাই হাসল ভীষণ জোরে।
 
“বলল, আমি ছেড়েই দিলাম তোরে।
এবার যেদিন আসিস,
দেখব সেদিন কি উপকার করতে আমার পারিস।”
 
সত্যি এবার বিপদ এল ব্যাধের ফাঁদে হায়,
এমন দিনে রক্ষা করার আর ত কেহ নাই।
সিংহ মশাই এই বিপদে পাড়ল জোরে হাঁক,
বনের পশু ছুটল ভয়ে যে যেখানে থাক।
ইঁদুর তখন মাঠের পাশে ঘুরতে ছিল দূরে,
সে তখনই কান দু’টিকে রাখল খাড়া করে।
“ঐতো আমার জীবন দাতা, ঐ ত আমার প্রভু,
আমার জীবন দাতা তারে ভুলতে পারি কভু?”
ইঁদুর এসে বলে, “প্রভু, এইত এসেছি, তোমার
দানের প্রতিদানটা এখন আমি দি।”
অবলিম্বে ইঁদুর এসে ফাঁদটা দিল কেটে,
(সিংহ দেখে) এই যে ইঁদুর আজকে যে তার
প্রাণ কর্তা বটে।

 
অনলাইন : ৯ মে, ২০০৯
 

সাম্প্রতিক পোষ্টসমূহ