Banner
রক্তলাল — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ September 21, 2024, 12:00 AM, Hits: 104

পাহাড়ে জ্বলছে আগুন রক্তলাল,
পুড়ছে বাড়িঘর, পুড়ছে স্বপ্ন,
পুড়ছে বাঁশবন, পুড়ছে শাল।
পালাচ্ছে অং চাকমা,
পালাচ্ছে দীপালি চাকমা।
ছুটছে ওরা দিশেহারা,
পেছনে যমদূত
সমুখে কাল।

সমতলে ভাঙছে গৃহ, মরছে মানুষ,
জ্বলছে আগুন রক্তলাল।
পালাচ্ছে শেফালী রানী,
পালাচ্ছে সঞ্জয় রায়, পালাচ্ছে বিনয় পাল।
সমুখে যমদূত, পেছনে কাল।

বিদ্যাপিঠ যাচ্ছে ভেসে রক্তের স্রোতে,
মরছে গরিব তোফাজ্জল।
‌অন্যদিকে বাজছে সানাই
মাথায় পাগড়ি, মুখে রুমাল;
চোখেবুকে রাঙা প্রেম,
মেকাপরাঙা ঠোঁট ও গাল,
পরনে বেনারসী,
হাতে মেহেদী রক্তলাল।

সাম্প্রতিক পোষ্টসমূহ