লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ October 7, 2024, 12:00 AM, Hits: 320
দূরবীনেতে দেখলা গো, বন্ধু,
কাছে আইলা না।
আসমান হইতে হাত বাড়াইলা
ছুঁইয়া দেখলা না।
ভালোবাসো, কইলা রে, প্রিয়,
আদর করলা না।
সাথে থাকবা কইয়া গো তুমি
কাছেও আইলা না।
হাত ছাড়বা না, কইয়া গো, বঁধু,
হাতটা ধরলা না।
মালি হইবা কইয়া তুমি
বাগান করলা না।
কথা দিয়া, প্রিয় গো তুমি
কথা রাখলা না।
পুইড়া যায় গো, পরান আমার,
পুইড়া যায় গো গা।
বন্ধু গো, তুমি প্রেমিক ভালা না।