Banner
সব ভুলে গেছি — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ October 12, 2024, 12:00 AM, Hits: 405


বুঝলে, ভুলে যাওয়া বিষম সহজ।
সব ভুলে গেছি আমি।
ওই যে—রাত ভ’রে প্রেমের বৃষ্টি,
আঁধার অভিসারে তোমাকে দেখার
দুর্বার আবদার,
আকাশে বাতাসে জলে মেঘে শিশিরে তুষারে জোছনায় ঘাসে স্বপ্ন বোনা;
তোমার হাতে হাত, হৃদয়ে হৃদয়
কপোলে কপোল রাখার সুদৃঢ় অঙ্গীকার:
সব গেছি ভুলে।

পথের ক্ষণিকের love
পায়ের ধূলির মতো
পথেই ধুয়ে করেছি সাফ।
পথের বাতাসে ভাসিয়ে দিয়েছি
পথের তুচ্ছ সব আলাপ-সংলাপ।
জীবনে ওসব আবর্জনা রেখে বলো, কী লাভ?

তোমাকে মধুর মধুর নামে ডাকা,
একে ‌অপরের পানে রাতজাগা নক্ষত্রের মতো
তৃষিত করুণ চোখে
অপলক ‌অনন্তকাল তাকিয়ে থাকা,
রাতদুপুরে কোকিলের মতো ডেকে ডেকে
তোমার ঘুম ভাঙায়ে
অভিমানভরা ভালোবাসায় মন রাঙায়ে
হৃদয়মাঝে ধ’রে রাখা,
দিবানিশি তোমায় ছাড়া
পৃথিবীটা লাগতো যে ফাঁকা—
সবই গেছি ভুলে।

ওই যে— পৃথিবীর সব প্রেম ছিল
আমাদের দু’জনের মনে,
পৃথিবীর সব সুধা আমাদের প্রেমকাননে,
পৃথিবীর সব গান,সব গল্প, সব স্বপ্ন, সব কবিতা,
শুধু যে ছিল তোমার আর আমার—
ওসব সবই ভুলে গেছি।

ছেঁড়া এক জীর্ণ কাগজের টুকরোয়
পেন্সিলের হালকা আঁচড়ে লিখেছিলাম
তোমার নাম— তুচ্ছাতিতুচ্ছতায়,
তোমার মন নিয়ে ছিনিমিনি খেলা-শেষে
তা ছিঁড়ে মুছে ফেলে দিয়েছি যে কোথায়,
এখন আর মনেও নাই!
কিন্তু তোমাকে দিয়ে আমার নাম লিখিয়ে নিয়েছি
তোমার হৃৎপিণ্ডের একেবারে গহীনে।
হৃদয় চিরেও যেন তা কভু না পারো মুছতে।

বুকের গভীরে আমার নাম আর
স্মৃতির নিবিড় ব্যথা নিয়ে
জীবন্মৃত বেঁচে থেকো।
আমার কৃত্রিম প্রতিশ্রুত-প্রত্যাবর্তনের
বৃথা আশায় আমরণ রাতদিন
ছলছল চোখে পথ চেয়ো থেকো।

সাম্প্রতিক পোষ্টসমূহ