লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ October 7, 2010, 12:00 AM, Hits: 2163
তোমাদের কাছ হতে এক দিন এই খান হতে
চলে যাব দূরে এত দূরে যেই খানে আমার সত্তা
ঘাস-লতা-পাতা-ধূলা আর হাওয়ার আড়াল হলে
এমনইভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে
যেই খানে আমাকে কেউ পাবে না খুঁজে,
জানি খুঁজতেও যাবে না কেউ মনের ভুলে।
এই খানে নানা মোহে অনেক বেলা করে
এখান ওখান হতে যত সঞ্চয় এনেছি ঘরে
অথবা মনের ভিতরে, সেইগুলি তবে কি
রোদ-বৃষ্টি-বাতাস অথবা ধূলা হয়ে রবে
অথবা ঘুমের অঘোরে কারো স্বপ্নের ভিতরে
কখনো হঠাৎ করে কিছু ধরা দিবে?
যেই সব মোহ নিয়ে এক দিন রোদনেরে বুকে রেখে
ঘুরেছি অনেক পথ বেলা-অবেলায়
সেই সব মোহ কিছু ভেঙ্গে যায় সময়ের নিয়মে
তবু কিছু থাকে যেই সব অবশিষ্ট রূপে,
সেগুলিও নিয়ে যাব সাথে, নিয়ে যাব সেই খানে
মণিমালা যেই খানে স্বপন বিছিয়ে দিয়ে
চলে গেছে আর কোনখানে
সেই খানে হয়ত বা আমিও বিছাব স্বপনের মত কিছু
হয়ত বা নিজেকেই বিছিয়ে চলে যাব
যেই খানে কেউ খুঁজবে না আমাকে।
তোমাদের কাছ হতে, সকলের কাছ হতে
নিজেরও কাছ হতে এত দূরে
এক দিন আমি চলে যাব
যেই খানে কেউ খুঁজবে না আমাকে
আমিও খুঁজতে যাব না আর কোনখানে নিজেকে।
২৮ জুলাই ২০০৪
১৩ শ্রাবণ ১৪১১
বুধবার, ঢাকা