Banner
সুখ ─ শামসুন নাহার (কবিতা)

লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ December 11, 2015, 12:00 AM, Hits: 4361

 

 

তির তির তির সময় বয়ে যায়

সুখ তরীটার ঠিকানাটা চাই।

এখানে নাই, ওখানে নাই।

কোন ঘাটে যে গেলে,

তার ঠিকানা মেলে।

দাও না আমায় বলে।

 

আহা, কোন সে নদীর বাঁকে

হারিয়ে ছিলাম তাকে।

পথে পথে খুঁজে ফিরি

যদি তারে পাই।

সুখ তরীটার ঠিকানাটা চাই

কার যে হাসির মাঝে

সুখ লুকিয়ে আছে।

তারে আমি ধরে নিতে চাই

তোরা দিসনে বাধা ভাই।

জিজ্ঞাসিব জনে জনে

সুখ কাহারে কয়?

সেই সুখকে জানতে ইচ্ছা হয়।

 

সাম্প্রতিক পোষ্টসমূহ