লিখেছেনঃ তামান্না ঝুমু , আপডেটঃ July 23, 2019, 12:00 AM, Hits: 2563
জন্মের পর থেকে তোমার জল-হাওয়া আলো-মাটিতে বেড়ে উঠেছিলাম আমি
জীবনের অনেকগুলি বছর আমি ছিলাম তোমার কোলে।
তারপর একদিন আমি ছেড়ে এলাম তোমার বুক
তোমার কোল
তোমার বুকের সোঁদা ঘ্রাণ।
চ'লে এলাম আমি অনেক অনেক দূরে! আলোকবর্ষ দূরে!
তারপর কত কত জন্মান্তর পেরিয়ে গেলো
আমি পাই না তোমার ছোঁয়া
পাই না তোমার গায়ের ঘ্রাণ।
বহুদিন তোমার আদুরে বাতাস আমার চুল ছুঁয়ে যায় না
ছুঁয়ে যায় না আমার কপোল।
বহুদিন আমি ছুঁতে পারি না তোমার বুকের জল
বহুদিন আমি ঘুমাই না তোমার বুকে মাথা রেখে।
বহুদিন আমি ঘু্ম হতে উঠে এবং
ঘুমোতে যাবার আগে দেখি না তোমার অপরূপ মুখখানি।
কত-কতদিন তোমায় গায়ের ওপর আমি গড়াগড়ি খাই না
কতকাল আমি মাখি না তোমার গায়ের ধুলি আমার গায়ে!
কতকাল ধ'রে তোমার ধুলার ছোঁয়া লাগে না কো আমার পায়ে!
কতদিন তোমার কাদায় আমি হই না একাকার
কতদিন তোমার বৃষ্টি ঝরে না আমার গায়!
কতদিন আমি নিঃশ্বাস নিই না তোমার বুকের বাতাসে!
কতরাত আমি তারা গুণি না তোমার আকাশে!
কতদিন তোমার বুকের ঘাসের শিশির আর
শিশিরভেজা কোমল মাটিতে সিক্ত হয় না আমার পা
কতদিন তোমার বুনোফুলের রেণুতে মাখে না আমার গা!
আলোকবর্ষ দূর হতে তবুও আমি দেখতে পাই, প্রিয়তম সন্দ্বীপ!
তুমি হাতদুটি বাড়িয়ে রেখেছ আমায় জড়িয়ে ধরবার জন্য
মায়াময় বুকখানি পেতে রেখেছ আমায় ঘুম পাড়াবার জন্য
আদরমাখা আঁচলখানি পেতে রেখেছ আমায় বসতে দেবার জন্য।