লিখেছেনঃ শামসুল ইসলাম, আপডেটঃ May 15, 2021, 12:00 AM, Hits: 1320
ভুলে কখন এলাম এক সমাধির ’পর
পরিত্যক্ত অজ্ঞাত অতীত কোনও জনের,
দেখিনি জানিনি কোনও ক্ষণে,
মনে হল যেন কারও প্রতীক্ষায়
মগ্ন রয়েছে অপেক্ষায়
কিছু বলবার ব্যগ্রতায়।
ম্লান রেখাগুলো এপিটাফ ’পর
যেন মুছে যাওয়া অশ্রুজল।
কেন ফিরে এল হৃদয়ে আমার,
হয়ত তারা সহানুভূতির দাবিদার।
দিনাজপুর, ৩০।১১।২০১৭ ইং