Banner
তোমার মুখ — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু , আপডেটঃ July 11, 2022, 12:00 AM, Hits: 637

 

ফুলেদের মুখে আমি তোমার মুখ দেখি।
পাখিদের মুখে আমি তোমার মুখ দেখি।
জোছনার মুখে আমি তোমার মুখ দেখি।
পৃথিবীর সব নিষ্পাপতা আর পবিত্রতার মাঝে আমি তোমাকে দেখি।
পৃথিবীর সব সৌন্দর্যের মাঝে আমি তোমাকে দেখি।

ফুলের সৌরভের মাঝে আমি তোমার গায়ের সুবাস পাই।
সবুজ পাতাদের নিঃশ্বাসে
আমি তোমার নিঃশ্বাসের
ছোঁয়া পাই।
গোলাপের পাপড়িতে হাত রেখে আমার মনে হয়,
আমি তোমরই হাত ধ’রে আছি।
পৃথিবীর সব মধুরতার মাঝে আমি আকুল হয়ে
তোমার ঠোঁট খুঁজি
দীর্ঘ গভীর চুম্বনের জন্য।

 

সাম্প্রতিক পোষ্টসমূহ