লিখেছেনঃ তামান্না ঝুমু , আপডেটঃ July 16, 2022, 12:00 AM, Hits: 667
তুমি কবিতার মতো শব্দসমুদ্র
জোছনার মধ্য দিয়ে এসে
আমার খাতায় জ্যোতি ছড়াও।
তুমি একটি আদুরে বেড়ালের মতো,
সমস্ত আদর-আব্দার-আকুলি-বিকুলি ঢালো
আমার বাহুবন্ধনে।
তুমি নিবিড় আঁধারের মতো-
যার মাঝে মিশে যেতে ইচ্ছে করে।
তুমি বিজন ঘাসের মতো,
যার মাঝে বিলীন হয়ে যেতে ইচ্ছে করে।
তুমি জাদুর মতো প্রেম।
তুমি অভিকর্ষ।
সকল কিছু নস্যাৎ করে দিয়ে তুমি তীব্র বেগে
আমায় টানো।
তুমি সুখ, তুমি সৌন্দর্য।
তুমি তা-ই, যা আমি কল্পনা করি, যা আমি স্বপ্ন দেখি,
যা আমি চাই!