লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ November 25, 2022, 12:00 AM, Hits: 613
মাহসা আমিনি! মেয়ে!
তুমি তোমার মাথাটি ভালোভাবে বন্দী করো।
কারণ তোমার মাথার ভেতরে মগজ আছে।
সে-মগজ মুক্ত রাখলে
বিকশিত হয়ে পড়লে
পুরুষতন্ত্র ও পুরুষতান্ত্রিকদের খবর আছে।
মাহসা, তুমি তোমার রেশমের মতো সুন্দর চুলগুলো
কৃষ্ণবিবরের অন্ধকারে ঢেকে রাখো।
কারণ তোমার চুলের সৌন্দর্য্য প্রকাশিত হয়ে পড়লে
ধর্ষকামী পুরুষেরা, এমন কী পুরুষতান্ত্রিক নারীরাও
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে।
মাহসা, তুমি তোমার ফুলের পাপড়ির মতো নিষ্পাপ আর সুন্দর
গ্রীবাটি নরকের মতো তিমিরে বন্দী করে রাখো।
কারণ তোমার গ্রীবার সৌন্দর্য্য প্রকাশিত হয়ে পড়লে
পুরুষতান্ত্রিক পুরুষ ও নারীরা দমনের অযোগ্য হয়ে পড়বে।
তোমার সুন্দর গ্রীবাটি অন্ধকারে ডুবিয়ে রাখো।
নইলে তোমার গ্রীবার ভেতরে যে কণ্ঠ আছে,
তা ফুটে উঠবে।
তুমি উচ্চকণ্ঠ হয়ে উঠলে
পুরুষতন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে।
মাহসা আমিনি! মেয়ে!
হয়ো না কভু তুমি উচ্চকণ্ঠ উন্নত শির।
তুমি তোমার শির অবনত রাখো,
সৌন্দর্য্য গোপন রাখো,
গ্রীবা গোপন রাখো,
কণ্ঠ গোপন রাখো।
তুমি নত হও, অবনত হও।
তুমি নিজেকে আগাগোড়া কৃষ্ণগহ্বরে নিমজ্জিত করে রাখো,
নইলে পুরুষতান্ত্রিক নারী ও পুরুষেরা বেসামাল হয়ে যাবে
পুরুষতন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে।