Banner
ভালোবাসি অবিরল — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ December 4, 2022, 12:00 AM, Hits: 515


তুমি ঘুমায়ে যাও।
আমি জেগে থাকি একা।
একা ভালোবাসা জেগে থাকে প্রাণে।
জেগে থাকে ঠোঁটে তোমারে ডাকিবার ভাষা,
তোমারে পাবার বিপুল পিয়াসা।
ডাকি আমি তোমার কানে-কানে,
প্রিয়! প্রিয়তম!

ঘুমায়ে পড়ে চাঁদ নক্ষত্র,
ঘুমায়ে পড়ে পৃথিবীর সমস্ত কোলাহল।
বলে আমার পরান তোমার কানে-কানে:
ভালোবাসি, প্রিয়!
ভালোবাসি অবিরল!

সাম্প্রতিক পোষ্টসমূহ