লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ January 11, 2023, 12:00 AM, Hits: 587
তোমার হাত নেই আজ আর
আমার হাত ধ’রে।
যেন এই পৃথিবীতে আর কিছুই নেই,
চারিদিকে শূন্য মহাশূন্য।
তোমার চোখের তারা আর
তাকায় নাকো আমার চোখের পানে।
যেন আকাশে আজ আর কোনো তারা নেই,
চাঁদ নেই, পৃথিবী নামক গ্রহ নেই।
সমস্ত আকাশ শূন্য মহাশূন্য।
তোমার নরম নিঃশ্বাস আজ আর
পড়ে নাকো আমার হৃদয়ের ‘পরে।
যেন পৃথিবীর কোথাও আর কোনো শব্দ নেই,
পাখিদের গানও যেন থেমে গেছে।
সারা পৃথিবী যেন শব্দহীন মূক হয়ে গেছে।
আমার হাত ধ’রে আর হাঁটো নাকো তুমি।
যেন পৃথিবীর সকল নদী চলা থামিয়ে দিয়েছে।
যেন রামগিরি পর্বতাশ্রম হ’তে
অলকাপুরীর প্রাসাদে বিরহী যক্ষের বার্তা
তার প্রিয়ার কাছে পৌঁছুতে গিয়ে
মাঝপথে থেমে গেছে মেঘদূত।