Banner
আমাদের সেতু — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ January 28, 2023, 12:00 AM, Hits: 670

 

বারবার আমরা সেতু বাঁধি--
কারো হাতের সাথে নিজের হাতের,
কারো স্বপ্নের সাথে নিজের স্বপ্নের,
কারো ভাবনার সাথে নিজের ভাবনার,
কারো হৃদয়ের সাথে নিজের হৃদয়ের,
কারো পৃথিবীর সাথে নিজের পৃথিবীর,
কারো আনন্দের সাথে নিজের আনন্দের,
কারো বেদনার সাথে নিজের বেদনার।

 

বারবার আমাদের সেতু ছিঁড়ে যায়;
কখনো প্রবল ঝড়ে,
কখনো জলোচ্ছ্বাসে,
কখনো অযত্নে,
কখনো বা অতিযত্নে।

 

বারবার আমরা সেতু বাঁধি;
অনেক প্রেম, অনেক আশা, অনেক ভালোবাসা,
অনেক স্বপ্ন নিয়ে।
বারবার আমাদের সেতু ছিঁড়ে যায়।
বারবার আমাদের হাত বিচ্ছিন্ন হয়ে যায়,
আমাদের হৃদয় বিচ্ছিন্ন হয়ে যায়,
আমাদের স্বপ্ন আলাদা হয়ে যায়,
আমাদের পৃথিবী ভিন্ন হয়ে যায়,
আমরা ভিন্ন হয়ে যাই।

 

বারবার আমরা সেতু বাঁধি,
বারবার আমাদের সেতু ছিঁড়ে যায়।

সাম্প্রতিক পোষ্টসমূহ