Banner
অপেক্ষা — আখতারুজ্জামান আজাদ (কবিতা)

লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ February 12, 2023, 12:00 AM, Hits: 775

উত্তাল সমুদ্রও
রুক্ষ মরুভূমির বুকে তলিয়ে যায়!
অনুভূতির শ্রাবণও খরায় হারায়
কোমলতাও দ্রোহের স্ফুলিঙ্গে আগুন ঝরায়
আকাঙ্ক্ষার হিমালয়ও সমতলে বিলীন হয়
অদম্য পথিকও ক্লান্তির অবসাদে ক্ষয়ে যায়
প্রিয় জীবনও জীবন বিনাশী বিষে হাত বাড়ায়
সরব কোলাহলও নিরবতায় মুখ লুকায়
প্রাপ্তির প্রত্যাশায়ও দুর্ভিক্ষ হানা দেয়
সময়ও থমকে যায় দুঃসময়ের দুর্ভাবনায়
নিথর দেহটাও জড় কফিনে তড়পায়
তবুও আমি তোমার অপেক্ষায়
জন্মজন্মান্তর দাড়িয়ে থাকবো জন্ম-মৃত্যুয় মোহনায়!

 

সাম্প্রতিক পোষ্টসমূহ