লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ March 9, 2023, 12:00 AM, Hits: 625
আমি আছি
আর কখনো বলা হবে না
তোমাকে,
কথা ছিলো আমি থাকবো
থেকেই যাবো ভাঙনের পরেও
কথাটা রাখতে পারিনি
মনে করো না ভুলে গেছি
আমি আছি,
রাতের মনে যেমন দিন জেগে থাকে
দিনরাত কথা বলে
তুমি বলেছিলে
সমাহিত যৌবনে হারাতে পারবো না তোমাকে
তুমি থেকে যেও,
আমার যাযাবর মন অযাচিত বৈরাগ্যে
ব্যথা কুড়ায় আর ব্যথা কুড়ায়
মেঘের গর্জনে বৃষ্টির প্রথম ফোঁটায়
আমার অজান্তেই জেনে যাই
আমি আছি
তোমাকে বলা হবে না কখনো
আমি কখনো কোথাও যা-ইনি
শুধু ব্যথা কুড়াবার অভিলাষে
ব্যথাময় পথে হেঁটেছি হাঁটছি
ব্যথায় ব্যথায় ব্যথা হারাতে!