Banner
অতঃপর — আখতারুজ্জামান আজাদ (কবিতা)

লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ March 18, 2023, 12:00 AM, Hits: 663


ভেঙে যাক সব, ভেসে যাক সবকিছু
ভাববো না আগুপিছু
অপরাধ যত অভিশাপ হয়ে থাক
থেমে যায় যদি পথ থেমে যাক
নিত্য মৃত্যু নৃত্য করুক বুকের ভিতর
ডুবে যদি যায় দ্বীপ ডুবুক
নিভুক প্রদীপ
হোক অন্ধকার নামুক আঁধার
জ্বলুক আগুন ঝরুক শ্রাবণ
ছিঁড়ুক বাঁধন ডাকবো না পিছু
মিথ্যে হোক সব সত্যি না হোক কিছু
চিরন্তন দূর হয়ে যাক চিরতরে
উদ্বাস্তু হোক ক্ষীণ আশা
শরনার্থী হোক ভালোবাসা
সম্পর্ক হোক অসংলগ্ন অযাচিত
বন্ধন হোক রাত্রির মতো নিকষ কালো
বিস্মৃতিরা জেগে উঠুক দূর্বিষহ স্মৃতির মতো
অতঃপর অবিরাম নিস্তব্ধতা..।

সাম্প্রতিক পোষ্টসমূহ