লিখেছেনঃ আখতারুজ্জামান আজাদ, আপডেটঃ March 27, 2023, 12:00 AM, Hits: 1197
সুনসান উৎসব
যেনো দুর্ভিক্ষ
অপুষ্ট শিশুর মতো
জীর্ণশীর্ণ মন,
সবুজের সমারোহ
এখন জরাজীর্ণ স্বপন
যুদ্ধাহত প্রেম
দুঃস্থ ভাতায়
বেঁচে থাকে
শরণার্থী শিবিরে,
তুমুল রণাঙ্গন খাঁখাঁ নির্জন
প্রতিপক্ষের আলিঙ্গনের উন্মুখ অপেক্ষা,
উদ্বৃত্ত ভালোবাসায় এখন
কিলবিল করে উচ্ছিষ্ট ঘৃণা!