লিখেছেনঃ তামান্না ঝুমু , আপডেটঃ March 28, 2023, 12:00 AM, Hits: 1185
কেন আর নক্ষত্রেরা জেগে রয় রাতময়,
কেন নীল আকাশ বিস্তীর্ণ হয়ে রয়
আকাশের গায়,
বাতাস কেন এমন উন্মত্ত বয়?
তুমি নেই তবু
কেন নদী এমন ছলচ্ছল বয়,
কেন বনের ফাঁকে চাঁদ জেগে ওঠে,
আবার ডুবে যায়?
কেন সে জোছনা ঝরায়?
সবই কি অর্থহীন নয়?
কেন করে পৃথিবী এত আয়োজন?
কার তরে এত আয়োজন?
তুমি নেই তবু
কেন পাখি নীড়ে ফেরে,
কেন গান গায়?
আমার চেয়ে ঢের বেশি
ঘাস, শিশির আর মাটির ঘ্রাণকে ভালোবেসে
তুমি ঘুমিয়ে আছ ঘাসের বুকের নিচে;
আর কোনোদিন জাগবে না ব’লে।
তবুও কেন ফোটে ফুল,
সুবাস ছড়ায় ব্যাকুল?
কেন করে পৃথিবী এত আয়োজন?
কার তরে এত আয়োজন?