Banner
শ্রমশিল্পী — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ April 7, 2023, 12:00 AM, Hits: 1145

 

তোমার শ্রমদৃপ্ত  হাতে ঝুলিয়ে
 দ্বিপ্রাহরিক আহারের টিফিন ক্যারিয়ারটি;
পদাতিক তুমি উন্নত শির, দৃপ্ত পদক্ষেপে
নগরীর ফুটপাত ধ’রে
হেঁটে যাও নিজ কর্মক্ষেত্রের দিকে।
তোমার হাতের দশটি আঙুলে
তুমি রচনা করো বাবুই পাখির মতো
পৃথিবীর মানুষের বস্ত্র।
তুমি শিল্পী, তুমি কারিগর, তুমি বস্ত্রদাত্রী।

তোমার পরিশ্রমের ঘামে সিক্ত হয় মাটি।
কারখানার বৈদ্যুতিক বাতির আলোয়
তোমার ঘর্মবিন্দু জ্ব’লে ওঠে নক্ষত্রের মতো,
তোমার ঘামের বিন্দুতে ফোটে সুরভিত ফুল।
তোমার ঘামে উন্নত হয়
পৃথিবীর অর্থনীতি।
তোমার শ্রম যত্ন ও ভালোবাসায়
মেটে পরিবারের খিদা।

দৃঢ় তুমি, দৃপ্ত তুমি, পরিশ্রমী তুমি, মায়াবতী তুমি।
সূর্য জাগার আগে তোমার চোখের মণি জেগে ওঠে।
পৃথিবী ঘুমিয়ে পড়ার পরেও,
তারারা ঘুমিয়ে পড়ার পরেও,
 জেগে থাকে তোমার চোখের তারা।

রাত গাঢ় হয়।
নগরীর কোলাহল থেমে আসে।
তোমার থামা নেই।
তুমি দিনান্তে বাড়ি ফেরো শ্রান্ত।
বাড়ি ফিরে রাঁধো, নিজের ও কন্যার চুল বাঁধো।
পরিবারের মুখে তুলে দাও অন্ন।

মধ্যরাত পেরিয়ে যায়।
তারপর ঘুমালে কি ঘুমালে না--
আরেকটি নতুন দিন, নতুন ভোর আসে।
আবার সূর্য জাগার আগে তোমার চোখের মণি জেগে ওঠে
আবার তুমি পৃথিবীর গতিতে ছোটো।
আবার তোমার দুটি হাত বাবুই পাখি হয়ে ওঠে।

তোমাকে অভিবাদন, তোমাকে প্রণতি
হে শ্রমশিল্পী নারী!

 

সাম্প্রতিক পোষ্টসমূহ