Banner
তুমি আমি দূরে দূরে -- জাহিদুর রহিম (কবিতা)

লিখেছেনঃ জাহিদুর রহিম, আপডেটঃ May 2, 2008, 6:00 PM, Hits: 5965

আমি কারো দিন বদলের খেয়া নই যে দাঁড়িয়ে যাব
যার যাওয়া সে চলেই যাক আর বদল হোক নিজে নিজেই
হয়ত আমি মন বদলের মিথ্যে দিনে সাক্ষী হব
কি আসে যায় ন্ধ না হয় আমি নিজের উপর বদলা নেব।
তোমার তুমি নিজেই থাক ন্ধ আমার তাতে ভাগ করো না
নয়ত তোমার মর্জি মত চলতে গিয়ে মরেই যাব।
আমি তোমার দিন বদলের খেয়া নই যে দাঁড়িয়ে যাব।
যেদিন ঝড়ে জল থাকে না ন্ধ বৃষ্টি ধোয়ায় উলট-পালট
সেদিন তুমি চুপ থেক না ন্ধ -- নিজের মাঝে ডুবে যেও ।
ক্লান্তি যদি হঠাৎ করে পথের মাঝে পথ করে নেয়
হাওয়া যদি আলোর পথে আকাশটাকে ভাগ করে নেয়
সেদিন তুমি আমায় দেখ তেমনি এক পথের মোড়ে
হাত দেখিয়ে বিদায় নেব তোমার চোখে অশ্র্ন রেখে
আমি তোমার দিন বদলের খেয়া নই যে দাঁড়িয়ে যাব।
দিবস শেষে সন্ধ্যা রাতে ন্ধ যখন তারা আকাশ পানে
আমার কথা মনে হলে ঘৃণায় তুমি মুখ ফিরিও।
সেও তো হবে আমার স্মরণ যেমন তুমি এখন কর।
ভয়ের রাতে ভয় পেও না আমি তোমার ঘুম ছোঁব না
মিথ্যে কথার ফুলঝুরিতে আমি তোমার মন নেব না।
যদি আমি হৃদয় ছঁুয়ে জীবন গড়ার শপথ করি
সেও তো হবে আমার ভুলে স্বপ্ন শিশুর মৃতুø হাসি।
আমি কারো দিন বদলের খেয়া নই যে দাঁড়িয়ে যাব।
তুমি আমায় তোমার কথায় বেচতে পার
নয়ত তুমি অনাদরে আমায় নিয়ে খেলতে পার
আমি কিন্তু আপন মনে আমার সাথে যুদ্ধ করি
আমি আমার আমিটাকে তোমার হাতে তুলে দেবন্ধ
সেই আমিটা আমার মাঝে চলে আসবে নিজে নিজেই।
এমন করে তুমি আমি চিরদিনই দূরে দূরে
তুমি আমার দিন বদলের খেয়া নও যে দাঁড়িয়ে যাবে।

অনলাইন  প্রকাশঃ ৩ মে, ২০০৮

সাম্প্রতিক পোষ্টসমূহ