Banner
আনু মুহাম্মদকে – জাহিদুজ্জামান (কবিতা)

লিখেছেনঃ জাহিদুজ্জামান, আপডেটঃ September 11, 2009, 6:00 PM, Hits: 6983

আনু মুহাম্মদকে – জাহিদুজ্জামান (কবিতা)
 
 
আর নয় ভাগে ভাগে
এবার মরবো মোরা ঝাঁকে ঝাঁকে
মারবি কত আর আমাদের মার।
 
পড়ে থাকে যে রাস্তার ধারে অনাহারে
এক টুকরো কাপড় নাই যার পরনে
যে শিশু অনাহারে-অর্ধাহারে করে রাত্রি যাপন
 
আমরা বরাবরই তার
তবুও মার খাই বার বার।
 
বিকোতে যারা চায় দেশ
যারা মানুষ নিয়ে খেলে উদয়-অস্ত
যারা লুটে খায় পুরো দেশটা
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা।
 
মৃতুøকে করিনি পরোয়া
করবো না পরোয়া কভু।
 
লড়ে যাবো মোরা ততক্ষণ
জীবন আছে যতক্ষণ।
 
কালো রাত্রি কেটে একদিন হবে ভোর
আসবে সুখবর।
যে মজুরের পরনে নাই কাপড়
পেটে নাই ভাত
পিঠে পড়ে চাবুক
চোখে ঝরে অশ্রু
ফোটাবো আমরা তার মুখে হাসি
পেটে দেবো ভাত।
তাতে যদি কেটে যায় আরো
হাজারো নির্ঘুম রাত, কাটুক।
মারে যদি যাবো মরে
আবার জন্ম নেবো অন্য এক মায়ের ঘরে
মারবে আবার মরবো আবার
মারবে যতো বাঁচবো ততো
লড়বো মোরা বীরের বেশে
আমার এই চিরচেনা দেশে।
 
০৩-০৯-০৯
 
অনলাইনঃ ১২ সেপ্টেম্বর, ২০০৯
 
 
আর নয় ভাগে ভাগে
এবার মরবো মোরা ঝাঁকে ঝাঁকে
মারবি কত আর আমাদের মার।
 
পড়ে থাকে যে রাস্তার ধারে অনাহারে
এক টুকরো কাপড় নাই যার পরনে
যে শিশু অনাহারে-অর্ধাহারে করে রাত্রি যাপন
 
আমরা বরাবরই তার
তবুও মার খাই বার বার।
 
বিকোতে যারা চায় দেশ
যারা মানুষ নিয়ে খেলে উদয়-অস্ত
যারা লুটে খায় পুরো দেশটা
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা।
 
মৃতুøকে করিনি পরোয়া
করবো না পরোয়া কভু।
 
লড়ে যাবো মোরা ততক্ষণ
জীবন আছে যতক্ষণ।
 
কালো রাত্রি কেটে একদিন হবে ভোর
আসবে সুখবর।
যে মজুরের পরনে নাই কাপড়
পেটে নাই ভাত
পিঠে পড়ে চাবুক
চোখে ঝরে অশ্রু
ফোটাবো আমরা তার মুখে হাসি
পেটে দেবো ভাত।
তাতে যদি কেটে যায় আরো
হাজারো নির্ঘুম রাত, কাটুক।
মারে যদি যাবো মরে
আবার জন্ম নেবো অন্য এক মায়ের ঘরে
মারবে আবার মরবো আবার
মারবে যতো বাঁচবো ততো
লড়বো মোরা বীরের বেশে
আমার এই চিরচেনা দেশে।
 
০৩-০৯-০৯
 
অনলাইনঃ ১২ সেপ্টেম্বর, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ