লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ July 26, 2009, 6:00 PM, Hits: 3836
কাল হতে কালান্তর
আমাদের যাত্রা হতেছে নিরন্তর,
কতো শোক-আনন্দের সাগর-মহাসাগর
কতো রোদ-বৃষ্টি, ঝড়-বাদল
পার হয়ে জীবনের কতো পালা বদল।
ওরে জীবনের এই যে রহস্য চির কৌতুকময়
চিরকাল ধরে আসে বয়ে
পেয়েছে কি তার সবটুকু স্বাদ –
কতোটুকু এল তার মধুময় হয়ে।
জীবনের রহস্য অপার চিরকাল ধরে
ক্ষণে অশ্রুতে, ক্ষণে হাসিতে
তারে নিয়েছি বরণ করে।
৩০ মার্চ, ১৯৬৯
অনলাইনঃ ২৭ জুলাই, ২০০৯