Banner
ভুল – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 29, 2009, 6:00 PM, Hits: 4220

ভুল – শামসুজ্জোহা মানিক (কবিতা)
 
 
মাঝে মাঝে কিছু আচরণ
আমাদের একান্ত ভুল জেনেও
পারি না এড়াতে।
সেই ভুল সামলাতে গিয়ে
আরো কিছু ভুল করি।
ইচ্ছাতরুর গা ধরে অনর্থক
ঝাঁকাঝাঁকি করি
যদি দুই একটা ফল পড়ে টুপটাপ
রসালো সুমিষ্ট আহা!
পড়ে না কিছুই, শুধু মুখে তিক্ত স্বাদ,
ভুলের মাশুল দিয়ে যেতে হয়
সময়ের খাজাঞ্চিখানায়।
 
মাঝে মাঝে কিছু আচরণ
কাদায় পা ফসকায়,
লজ্জা পাওয়া মুখে
কখনো উঠে দাঁড়াই
ব্যথাটাকে সামলাই;
কেউ কি কোনোখানে আছে?
কোনটা যে সামলাই!
 
মাঝে মাঝে কিছু আচরণ
কেন যে এমন হয়
কেন যে অন্য রকম
জীবনের মানে বদলায়
মাঝে মাঝে কিছু আচরণ
কেন যে এমন সব এলোমেলো করে দেয়
অন্য রকম।
 
১২ ডিসেম্বর, ১৯৯৮
 
অনলাইনঃ ৩০ জুন, ২০০৯
 
মাঝে মাঝে কিছু আচরণ
আমাদের একান্ত ভুল জেনেও
পারি না এড়াতে।
সেই ভুল সামলাতে গিয়ে
আরো কিছু ভুল করি।
ইচ্ছাতরুর গা ধরে অনর্থক
ঝাঁকাঝাঁকি করি
যদি দুই একটা ফল পড়ে টুপটাপ
রসালো সুমিষ্ট আহা!
পড়ে না কিছুই, শুধু মুখে তিক্ত স্বাদ,
ভুলের মাশুল দিয়ে যেতে হয়
সময়ের খাজাঞ্চিখানায়।
 
মাঝে মাঝে কিছু আচরণ
কাদায় পা ফসকায়,
লজ্জা পাওয়া মুখে
কখনো উঠে দাঁড়াই
ব্যথাটাকে সামলাই;
কেউ কি কোনোখানে আছে?
কোনটা যে সামলাই!
 
মাঝে মাঝে কিছু আচরণ
কেন যে এমন হয়
কেন যে অন্য রকম
জীবনের মানে বদলায়
মাঝে মাঝে কিছু আচরণ
কেন যে এমন সব এলোমেলো করে দেয়
অন্য রকম।
 
 
১২ ডিসেম্বর, ১৯৯৮
 
অনলাইনঃ ৩০ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ