Banner
কিছু কথা – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 26, 2009, 6:00 PM, Hits: 3517

কিছু কথা – শামসুজ্জোহা মানিক (কবিতা)
 
 
কিছু কথা কখনও বলা হয়
কিছু কথা হয় না বলা।
তার মানে এই নয় কিছুই যাবে না বোঝা
যদি থাকে হৃদয়ের চাওয়া।
আমাদের জীবনের
অনেক না বলা কথা
আর কেউ বলে দেয় বলে
তাদের স্মরণ সভা বুকের ভিতর
মাঝে মাঝে চলে।
 
কিছু কথা হৃদয়ে থাকে
একান্ত গোপন,
গোপনে রক্ত ঝরায়, অথবা ক্রন্দন
একান্ত গোপন,
কেউ সে কথা জানে না বলে
থাকে শুধু গোপন সুখ অথবা প্রবল অসুখ
বুকের ভিতরে।
কেউ সে কথা জানে না বলে
ব্যাকুল হৃদয় হতে
কখনও কবিতা ঝরে।
কিছু কথা হয়ত বলা হয় তাতে
অথবা হয়ত হয় না বলা
হয়ত রক্ত ঝরে কিছু
বুকের ভিতরে।
 
১০ ডিসেম্বর, ১৯৯৮ খ্রীষ্টাব্দ
 
অনলাইনঃ ২৭ জুন, ২০০৯
 
কিছু কথা কখনও বলা হয়
কিছু কথা হয় না বলা।
তার মানে এই নয় কিছুই যাবে না বোঝা
যদি থাকে হৃদয়ের চাওয়া।
আমাদের জীবনের
অনেক না বলা কথা
আর কেউ বলে দেয় বলে
তাদের স্মরণ সভা বুকের ভিতর
মাঝে মাঝে চলে।
 
কিছু কথা হৃদয়ে থাকে
একান্ত গোপন,
গোপনে রক্ত ঝরায়, অথবা ক্রন্দন
একান্ত গোপন,
কেউ সে কথা জানে না বলে
থাকে শুধু গোপন সুখ অথবা প্রবল অসুখ
বুকের ভিতরে।
কেউ সে কথা জানে না বলে
ব্যাকুল হৃদয় হতে
কখনও কবিতা ঝরে।
কিছু কথা হয়ত বলা হয় তাতে
অথবা হয়ত হয় না বলা
হয়ত রক্ত ঝরে কিছু
বুকের ভিতরে।
 
১০ ডিসেম্বর, ১৯৯৮ খ্রীষ্টাব্দ
 
অনলাইনঃ ২৭ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ