Banner
মরণের পরপার ─ শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ April 6, 2011, 5:28 AM, Hits: 23651

 

যেই দিন এই অনুভব থেমে যাবে

মরণ সেই দিন হবে

সেই দিন আঁধিয়ার চারিদিক হবে

আমার এই সত্তার তরে ।

আমি আর থাকব না বলে

তোমাদের কারো কথা

শোনা হবে না

দেখাও হবে না কারো সাথে।

এই সব আলোয়,  হাওয়ায়,

জলে আর ধূলার ভিতর

আমি রয়ে যাব

অথচ জানব না কিছু

কেননা এই আমি আর থাকব না

থাকবে না হৃদয়ের এই অনুভব।

এই সব অনুভব ফুরালে পরে

এই আমি থাকব না আর

আঁধিয়ার হবে সব এই আমার

চলে গেলে মরণের পরপার ।

 

২৯ জুলাই ২০০৪

১৪ শ্রাবণ ১৪১১

বৃহস্পতিবার, ঢাকা

সাম্প্রতিক পোষ্টসমূহ