Banner
অনিরুদ্ধ -- শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ April 24, 2011, 3:38 AM, Hits: 22315

 

একদিন মৃত্যু আসবে নেমে, থেমে যাবে হৃদয়ের স্পন্দন
তবু জীবনের আকুতি পৃথিবীতে জেগে থাকে চির
ন্ত ন।
জেগে থাকে নিয়ত হৃদয়ের বিকশিত স্বপ্ন যতো;
ওদের কেমন করে দমানো যাবে? ওরা যে দুর্বার, দুর্বিনীত;
ওরা যে জীবনকে চালিত করে অবিরাম সম্মুখে
তাই জীবন এগিয়ে যায়
নন্দ-বেদনায়, দুঃখে-সুখে।
অবশেষে একদিন
ক্লান্তি আসে, একদিন মৃত্যুর অন্ধকার
মরণ ঘুমে নামিয়ে নেবে জীবনের সব ভার।
তবু উদ্দীপিত জীবনের দিন হবে না কখনো মিথ্যা প্রহসন
মিথ্যা হবার নয় জীবনের সব আকাঙ্ক্ষার স্ফুটন।
হৃদয়ের গান থামবার নয়, ঝংকৃত হবে সে
আবহমান কাল হৃদয়ের
অনন্ত রোমাঞ্চিত আকাশে।

১৯৭৪

 

সাম্প্রতিক পোষ্টসমূহ